সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ৪১ জন নারী গৃহকর্মী। সোমবার(৯ জুলাই) রাত পৌনে দশটায় বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেন। এ নারীদের কেউ অসুস্থ কেউবা জেল খেটে খালি হাতে দেশে ফিরেন। এখনো অনেক নারী দেশটির বিভিন্ন বাসা বাড়িতে আটক আছেন বলে দাবি ভুক্তভোগীদের।
গত কয়েক মাস ধরে প্রতিদিনই সৌদি থেকে বিভিন্ন সংখ্যায় দেশে ফিরছেন নারী গৃহকর্মীরা। এদের বেশিরভাগই শারীরিক-মানসিক নির্যাতনের শিকার কেউবা মারাত্মক অসুস্থ। আবার কেউ জেল খেটে দেশে ফিরেছেন শূন্য হাতে।
দেড়বছর আগে গৃহকর্মী ভিসায় দালালের খপ্পরে পড়ে সৌদিতে পাড়ি জমান বিলকিছ বেগম। যাওয়ার পর থেকেই তাকে দেশে কোন ধরণের যোগাযোগ করতে দেয়নি বাসার মালিক। দিনরাত কাজ, মাস শেষে পারিশ্রমিকের বিনিময়ে পেয়েছেন দৈহিক নির্যাতন।
একেক জনের প্রবাসে গৃহকর্মী হিসেবে যাওয়ার গল্পটা আলাদা হলেও ফিরে আসার গল্পটা কিন্তু একই। সবাই নির্যাতনের শিকার , কারো ভাগ্যে নির্যাতনের সাথে যুক্ত হয়েছে কারাবাসও।
জেনেশুনে নারীদের প্রবাসে শ্রমিক হিসেবে না পাঠাতে আহবান জানান এসব নিপীড়িত নারীরা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur