মা চামচ ছুঁড়ে মারলে সেটা শরীরে গিয়ে আটকে যায়। ব্যথা লাগা তো দূরের কথা, সেই চামচ গা থেকে ছাড়াতে হিমশিম খেতে হয়। পাড়ার সবাই নাম দিয়েছে তাকে ‘ম্যাগনেট বয়’। হ্যাঁ, তার শরীরটাই চুম্বক।
বসনিয়ার গ্রাক্যানিকার ম্যালেসিসি গ্রামের আট বছরের ইমরান দেলিক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইমরানের শরীরের এমন অদ্ভুত পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু কোনও অস্বাভাবিক লক্ষণ নেই ইমরানের শরীরে, জানিয়ে দেন চিকিৎসকরা।
ইমরানের এমন ‘ঐশ্বরিক শক্তি’র কিছু ঝলক তার পরিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে রাতারাতি হিরো বনে যায় সে। ভিডিওতে দেখা গিয়েছে, স্টিলের চামচ, ১৩টি কয়েন আটকে রয়েছে ইমরানের বুকে। এমনকি পিঠেও চুম্বকীয় আকর্ষণ রয়েছে।
তবে এই রকম অদ্ভুত ‘ক্ষমতা’ শুধুমাত্র ইমারনেরই নেই। এর আগেও দেখা গিয়েছে অনেককে।-আনন্দবাজার
বার্তা কক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur