পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির দুর্নীত বিরোধী আদালত। শুক্রবার পাকিস্তানের একাউন্টিবিলিটি কোর্ট এ রায় দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যমে জানানো হয়, কারাদণ্ডর পাশাপাশি নওয়াজকে ৮ মিলিয়ন পাউন্ড (প্রায় ৯০ কোটি টাকা) ও মেয়ে মরিয়মকে ২ মিলিয়ন পাউন্ড (প্রায় ২৩ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। এছাড়া নওয়াজের শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদারকে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে।
দেশটির জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রায় ঘোষণা করা হলো। গত বছর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করেছিলেন নওয়াজ।
বেশ কয়েকিদন ধরে শুনানির পর শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। শুক্রবার তিনবার সময় পাল্টানোর পর স্থানীয় সময় সাড়ে তিনটায় রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় বিচারক দুই পক্ষের আইনজীবীকে চেম্বারে ডাকেন। সেখানে কোনো সংবাদমাধ্যমের প্রতিনিধিকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur