চাঁদপুর শহরের বিভিন্নস্থানে অবৈধ ভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ভাম্ম্যমান আদালতে ৮ সিএনজি স্কুটারকে অর্থ দ- দেয়া হয়েছে। এছাড়া বড় স্টেশন মোলহেডের পর্যটন এলাকায় অবৈধভাবে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২ জুলাই) শহরের শপথ চত্বর ও বড় স্টেশন মোলহেড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের চলাচলের জায়গা দখল করে যে সব চালকরা অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করেছে তাদের প্রত্যেককে দু’শ টাকা করে অর্থদ- দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক।
মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৪০ ধারা মোতাবেক অবৈধ গাড়ি পার্কিংয়ের দায়ে মোট ৮টি সিএনজি স্কুটার ড্রাইভারদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজির মোহাম্মদ আলমগীর সরদার।
তিনি জানান, মোটরযান ছাড়াও চাঁদপুর শহরের পর্যটন এলাকা জুড়ে যেসব দোকানপাট ও অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোকেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।
প্রতিবেদক : কবির হোসেন মিজি