সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আবদুল আহাদ সোহেল (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের ফরায়েজী বাড়ির শফি উল্লার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, ২০০৮ সালে একটি অ্যালুমিনিয়াম কম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান সোহেল। রবিবার আবুধাবির বাসা থেকে কর্মস্থল সারজা পিকুরাং নামক স্থানে যাচ্ছিলেন তিনি। পথে ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি।
আহত অবস্থায় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ সে দেশের পুলিশ হেফাজতে রয়েছে।
সোহেলের লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে নিহতের পরিবার।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur