ঈদের পর থেকে অভিনেত্রী জাকিয়া বারী মম শুরু করেছেন দহন চলচ্চিত্রের শুটিং। এদিকে কলকাতার পরিচালক অরিন্দম শীলের বালিঘরেও অভিনয় করতে যাচ্ছেন তিনি। ঈদের নাটক নিয়েও ব্যস্ততা কম নয়। সবকিছু নিয়ে কথা বললেন….
ঈদের পর থেকে ‘দহন’-এর শুটিং করছেন। কেমন হচ্ছে?
খুব ভালো। তরুণ টিম। অনেক গোছানো। আমরা শুটিংও করছি আউটডোরে। সব মিলিয়ে ভালো কাজ হচ্ছে। আমার মনে হচ্ছে, তরুণেরাই ভালো কাজ করছেন এখন। আমি এই তারুণ্য খুব উপভোগ করি। নিজের মধ্যেও তারুণ্য টের পাওয়া যায়।
আপনার চরিত্রটা কেমন?
চরিত্র নিয়ে এখনই বলব না। চরিত্রটি ধারণ করার চেষ্টা করছি। বাকিটা সিনেমা হলে এসে দর্শকেরা দেখবেন। আমার চরিত্রের নাম মায়া।
আপনি অরিন্দম শীলের ‘বালিঘর’ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন।
হ্যাঁ। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। আপাতত এতটুকু বলতে পারি।
চলচ্চিত্রটি কেমন হবে বলে মনে হয়?
কেমন হবে, সেটা তো আমি বলতে পারব না। এমনকি পরিচালকও বলতে পারবেন না। আমরা সবাই যাঁর যাঁর জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে একটা টিম হয়ে যেন কাজ করতে পারি। পরিচালকের ভাষাটা যেন বুঝতে পারি। এই ছবিতে আমার চরিত্রের নাম বন্দনা। চলচ্চিত্রটি কেমন হবে, সেটা বলতে পারবেন দর্শক।
‘দহন’ ও ‘বালিঘর’ ছবিতে আপনার চরিত্রটি অন্য দুজন অভিনেত্রীর করার কথা ছিল।
দেখুন, অনেকে মুদ্রার এপিঠ দেখছেন। মুদ্রার ওপিঠও কিন্তু আছে, যেটা আমি কখনোই বলিনি। ঘটনাটা তো এ রকমও হতে পারে, শুরুতেই দুটি ছবির অফার আমার কাছে এসেছিল। বিভিন্ন কারণে চরিত্র দুটি অনেক দিকে ঘোরাফেরা করেছে। আবার আমার কাছে ফিরে এসেছে। তাহলে বলুন, আরেকজনের ছেড়ে দেওয়া চরিত্র আমি করছি, নাকি আমার চরিত্রই আমি করছি!
ঈদুল আজহার নাটকের শুটিং শুরু করবেন কবে থেকে?
৬ জুলাই থেকে শুরু করব। ওই দিন সুমন আনোয়ারের নাটকের শুটিং দিয়ে আমার ঈদের নাটকের শুটিং শুরু হবে।
ঈদের নাটক করার বেলায় কোন বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন?
আমি আগে দর্শকের জায়গায় নিজেকে দাঁড় করাই। তারপর চিত্রনাট্যটা পড়ি। পরে সেটা বিচার করে সিদ্ধান্ত নিই। যদি দর্শকের জায়গা থেকে ভালো লাগে, তখন বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
কার সঙ্গে অভিনয় করলে মনে হবে জীবন সার্থক?
বলিউডের আমির খান।
সাংবাদিকের কাছ থেকে কী ধরনের প্রশ্ন শুনলে বিরক্ত হন?
খুব ক্লিশে প্রশ্ন। প্রিয় রং কী? প্রিয় খাবার কী? আপনার কয়টা নাটক যাচ্ছে?—এই জাতীয় প্রশ্ন।
পৃথিবী থেকে ব্যাংক উঠে গেলে নিজের টাকাগুলো কোথায় রাখবেন?
বালিশের তলায় টাকা রাখব।
প্রথম আলো
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur