২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেমিফাইনালের দিন লিওনেল মেসিকে নিয়ে লেখা ‘মেসি বাংলা সং’ প্রকাশ হয়েছিল। এর ব্যাপ্তি ছিল মাত্র দুই মিনিট।
তখন সময় স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ গান ও ভিডিও প্রকাশ করা সম্ভব হয়নি।
এবার ২০১৮ বিশ্বকাপে ২৬ জুনের আলোচিত আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা শুরুর আগে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ‘মেসি বাংলা সং’-এর পূর্ণাঙ্গ গান-ভিডিও।
তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন সজল। রেজওয়ান শেখের সংগীতায়োজনে এতে কণ্ঠ দেন পাওয়ার ভয়েস প্রতিযোগিতার তিন মুখ সজল, কর্নিয়া ও মাসুম।
গানটি প্রসঙ্গে সজল বলেন, ‘আমি আর্জেন্টিনার ভক্ত। বিশ্বসেরা ফুটবল তারকা মেসিকে নিয়ে লেখা গানের সুর করা আমার জন্য ছিল চ্যালেঞ্জের। আমরা টোটাল টিম কাজটি করেছি। শ্রোতারা নিরাশ হবেন না।’
কর্নিয়া বললেন, ‘শুধু মেসি ভক্তই না, যারা ফুটবলপ্রেমী মানুষ তাদের কাছেও গানটি অবশ্যই ভালো লাগবে। চার বছর পর পূর্ণাঙ্গ গান-ভিডিওটি প্রকাশের খবর জেনে খুশি লাগলো।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur