একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণার আর মাত্র একদিন বাকি। কুমিল্লায় প্রচারনার শেষমুহুর্তে প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় নেমেছে ভিআইপিরা।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনভর কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমেদ মেরীর পক্ষে প্রচারণা চালান বিজিএমইএ এর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর বাজার, কড়িকান্দি ও হোমনার ভাষানিয়া এলাকা ঘুরে সেলিম আহমাদ মেরির পক্ষে নৌকায় ভোট চান।
প্রচারণার সময় তিনি তরুন ভেটারদের উদ্দেশ্য করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও সমৃদ্ধির সরকার। দেশের চলমান উন্নয়ন ও মেঘাপ্রকল্পগুলো বাস্তবায়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা মাঠে নেমেছি। আমরা ব্যবসায়ীরা একটি প্লাটফর্মে এসেছি। শুধু ব্যবসায়ীরা নয়, দেশের সকল শ্রেণি পেশার মানুষ, ব্যক্তি সংগঠন তার নিজ নিজ প্লাটফর্ম থেকে মাঠে নেমেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে।
তৃতীয়বারের মতো শেখ হাসিনা ক্ষমতায় আসলে গ্রামে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উন্নয়ন ও সমৃদ্ধির বিস্তার বাড়ানো হবে। এতে করে গ্রাম ও শহরের মধ্যে খুব বেশি ভেদাভেদ থাকবে না।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে তরুনদের প্রথম ভোট উন্নয়নের পক্ষে হোক, শান্তির পক্ষে হোক, নৌকার পক্ষে হোক।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল
২৭ ডিসেম্বর,২০১৮