চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঈদের আনন্দে নিজের তৈরি বাজি ফুটাতে গিয়ে তা বিস্পোরিত হয়ে হাত হারালো জসিম হোসেন (১৭) নামের এক কিশোর।
বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ওই উপজেলার রূপসা ইউনিয়নের রোস্তমপুর গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আহত কিশোর ওই বাড়ির আব্দুল আজিজ খানের ছেলে।
আহত জসিম জানায়, ছাতার সিক দিয়ে সে নিজে বাজি ফুটানোর একটি যন্ত্র তৈরি করে। বৃস্পতিবার সন্ধ্যা রাতে সে ওই যন্ত্রটিতে ৩ টি দিশলায়ের কাঠির বারুদ ঢুকিয়ে তার মুখ বন্ধ করতে গেলে তা হঠাৎ বিস্পোরিত হয়। এতে জসিমের বাম হাতের পাঁচটি আঙ্গুল হাত থেকে আলাদা হয়ে হয়ে ছিটকে পড়ে।
রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কর্মরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি