ফিফা বিশ্বকাপ ২০১৮’র আর মাত্র তিনদিন বাকি। চূড়ান্ত স্কোয়াড নিয়ে ইতোমধ্যেই রাশিয়ায় পা দিতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলি। এদের মধ্যে রয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা টিম প্রোফাইল।
আর্জেন্টিনা (গ্রুপ-ডি)
ফিফা ব়্যাংকিং: ৫ (৭ জুন, ২০১৮ প্রকাশিত তালিকা অনুযায়ী)
বিশ্বকাপ খেলছে: ১৭ বার
প্রথম বিশ্বকাপ: ১৯৩০ (রানার্স)
শেষ বিশ্বকাপ: ২০১৪ (রানার্স)
সেমিফাইনালে উঠেছে: ৫ বার
ফাইনালে উঠেছে: ৫ বার
চ্যাম্পিয়ন হয়েছে: ২ বার
সেরা ফল: চ্যাম্পিয়ন (১৯৭৮ ও ১৯৮৬)
পরিসংখ্যান: ম্যাচ-৭৭, জয়-৪২, ড্র-১৪, হার-২১, গোল করেছে-১৩১, গোল হজম করেছে-৮৪
কোচ: জর্জ সাম্পাওলি
তারকা ফুটবলার:লিওনেল মেসি
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: নাহুয়েল গুজমান, উইলফ্রেডো কাবালেরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো, ক্রিশ্চিয়ান আনসালদি, নিকোলাস ওতামেনদি, ফেডেরিকো ফাজিও, মার্কোস রোজো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হাভিয়ের মাসচেরানো, এডুয়ার্দো স্যাভিও।
মিডফিল্ডার: লুকাস বিগলিয়া, এভার ব্যানেগা, গিওভানি লো সেলসো, এনজো পেরেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সিমিনিয়ানো মেজা, ক্রিশ্চিয়ান প্যাভন।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাউলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন।
গ্রুপে প্রতিপক্ষ: আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
সূচি:
১৬ জুন: আইসল্যান্ড (মস্কো, সন্ধ্যা ৭টা)
২১ জুন: ক্রোয়েশিয়া (নিজনি নভগোরড, রাত ১২টা)
২৬ জুন: নাইজেরিয়া (সেন্ট পিটার্সবার্গ, রাত ১২টা)
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময় ৩:২০ পি.এম, ১১ জুন২০১৮,সোমবার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur