জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের ২৮ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক শুনানির জন্য ওই দিনটি ধার্য করা হয়।আজ মামলার যুক্তিতর্ক শুনানিতে খালেদা অনুপস্থিত থাকলে তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়ান বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে গত ১০ মে এ মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিনও খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়া উপস্থিত না হওয়ায় যুক্তিতর্ক পেছানোরও আবেদন করেন তিনি। আদালত যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ৪ জুন দিন ধার্য করেন। এদিন পর্যন্ত খালেদার জামিনও বর্ধিত করেন।
এছাড়া, খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদনও করেছিলেন তার আইনজীবীরা। আদালত সেটাও মঞ্জুর করেন। এ মামলায় জিয়াউল ইসলাম মুন্না নামে এক আসামি ওমরায় যাওয়ার জন্য আবেদন করলে আদালত সরকারের অনুমতিসাপেক্ষে তা মঞ্জুর করেছেন।
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময় ১২:২০পি.এম, ৪ জুন২০১৮,সোমবার
কে.এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur