চাঁদপুরের শাহরাস্তিতে জনমানুষের চলাচল সাভাবিক রাখতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন দু’ব্যবসায়ী। উপজেলার চিতোষী পশ্চিম ইউপির পাথৈর উত্তর পাড়া ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় গেষা রাস্তাটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার পথে তারা এ মহতি উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে স্থানীয় বালু ব্যবসায়ী আবুল হাসনাত সোহাগ ও সালে আহমেদের যৌথ উদ্যোগে এ রাস্তার সংস্কারকাজ শুরু করা হয়।
তাদের এ মহতী উদ্যোগের ফলে এ রাস্তায় চলাচলকারি পথচারী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাথৈর গ্রামের আব্দুল মোতালেব চাঁদপুর টাইমসকে জানান, বর্ষা শুরু হলে এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সকলকে চরম দূর্ভোগে পড়তে হয়। তাদের এমন মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
এ বিষয়ে বালু ব্যবসায়ী আবুল হাসনাত চাঁদপুর টাইমসকে জানান, প্রশাসনের অনুমতিক্রমে আমরা নিজেদের আর্থিক অনুদানে রাস্তাটি মেরামতের কাজ শুরু করি।যাতে করে নদী গর্ভে রাস্তাটি বিলিন না হয়। বর্ষাকালে রাস্তায় পানি উঠলে ব্যবসা কাযক্রম বন্ধ হয়ে যায়। স্কুল কলেজেসহ সর্বসাধারণের চলাচল যেন সাভাভিক থাকে সে জন্য আমাদের ক্ষুদ্র প্রচেস্টা।
শাহরাস্তি করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur