রমজানের মাঝামাঝিতে সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর বৃষ্টি মানেই এখন জনজীবনে ভোগান্তি।
তবে বৃষ্টির দেখা পেয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠে কিছু শ্রেণি পেশার মানুষের। এদের মধ্যে একটি পেশা হলো ছাতা মেরমতকারী। বৃষ্টিময় দিনে ভাঙা ছাতা ঠিক করেই সংসার চলে তাদের।
বৃষ্টি হলেই বেশিরভাগ মানুষ ছাতা ব্যবহার করেন। ফলে বৃষ্টির সময় ছাতা মেরামতের জন্য বেড়ে যায় গ্রাহকের সংখ্যা। এজন্য বৃষ্টিস্নাত দিন মানে ছাতা মেরামতকারী জন্যে হাজার টাকা আয় আর ভালোমন্দ খাওয়া দাওয়া।
তবে বর্ষার দিনে একসময় দেশের সর্বত্র চোখে পড়তো ছাতা মেরামত কারীদের এমন দৃশ্য। কিন্তু কালের বির্বতনে এখন আর ছাতা মেরামত করার এমন দৃশ্য তেমন চোখে পড়ে না।
বৃহস্পতিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর শহরের মিশন রোড রেলক্রসিংয়ের সামনে মধ্যবয়সী ছাতা মেরামত কারীকে এভাবেই পুরনো ভাঙ্গা ছাতা মেরামত করতে দেখা যায়।
তবে বৃষ্টি ছাড়া অন্যান্য সময়ে এসব লোকজন নানা পেশায় জড়িত থাকেন।
ছবি ও প্রতিবেদন- কবির হোসেন মিজি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur