Saturday, April 11, 2015 10:31:09 PM
মিজানুর রহমান রানা :
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামান-এর ফাঁসির রায় কার্যকর হয়েছে শনিবার রাত দশটা এক মিনিটে। এর আগে তিনি এশার নামাজের ১৫ মিনিট আগে নিজেই গোসল করেছেন। এরপর তিনি এশার নামাজ আদায় করেন। নফল ২ রাকাত নামাজও আদায় করেছেন। রাত ৯টা ৩ মিনিটে ইমাম মনির হোসেন কারাগারে প্রবেশ করেন।
এরপর থেকেই মূলতঃ মৃত্যুর প্রহর গুণেছেন কামারুজ্জামান।
এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। সন্ধ্যা ৭টার দিকে এ্যাডিশনাল আইজি (প্রিজন) বজলুল কবির কারাগারে প্রবেশ করেন। রাত আটটার পর আসেন লালবাগ জোনের ডিসি মফিজ উদ্দিন আহমেদ। এর পর পরই প্রবেশ করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম (ডিবি পশ্চিম)।
রাত নয়টার দিকে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন ও সিভিল সার্জন আবদুল মালেক মৃধা কারাগারে যান।
পরে রাত দশটা এক মিনিটে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হয়।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur