দেশব্যাপি মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলাজুড়ে অভিযান অব্যহত রয়েছে। এসব অভিযানে ব্যাক্তিগত বা রাজনৈতিক শত্রæতার জেরে কোন মা-বাবার কোল যেনো অযথা খালি না হয়, বিষয়টি গুরত্বের সাথে দেখবার প্রয়োজন রয়েছে বলে মনে করেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
বিভিন্ন চায়ের স্টল বা পাড়া-মহল্লায় জনমানুষের সমাগমস্থলে এ ধরণের আরজি অনেককেই করতে দেখা যাচ্ছে। যদিও এসব মানুষের কথাগুলো সংশ্লিস্ট প্রশাসনের কাছে তুলে ধরা তাদের পক্ষে সম্ভব নয়। তবুও নিজ সন্তানদের নিয়ে অজানা আতঙ্কে পরস্পরের আলোচনায় নিজেদের মনের কথাগুলো তুলে ধরছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (২৯ মে) হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন ছাত্রদল নেতা শরীফ গাজীর পিতা মমিন গাজীও এ ধরণের আসংকায় নিজ সন্তানকে নিয়ে আতংকিত। শরীফ গাজীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচার রটানো হচ্ছে বলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি অভিযোগ করেছেন শরীফের বাবা মমিন গাজী।
প্রতিবাদী কন্ঠে মমিন গাজী বলেন, আমার তিন ছেলের মধ্যে শরীফ গাজী সবার বড়। গত কয়েক বছর পূর্বে পদ-পদবীর আশায় রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত থেকে সে আমার টাকা পয়শা নষ্ট করেছে। তাই বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরতে তাকে আমার ব্যবসায়ীক কাজে যুক্ত করেছি। সে এখন আমার ব্যবসা দেখবাল করে।
কিন্তু গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে মাদকের সাথে জড়িত বলে মিথ্যা অপবাদ রটাচ্ছে তারই রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। যা আমি একজন বাবা হিসাবে হলফ করে বলতে পারি এ ধরনের কোন নেশার সাথে আমার ছেলে শরীফ জড়িত নয়। এহেন অহেতুক হয়রানিমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমি তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসব অভিযানে স্থানীয়ভাবে ব্যাক্তিগত শত্রæতার বশবর্তী হয়ে এ ধরণের অভিযোগ কারো প্রতি করা হলে, তা ভালোভাবে যাচাইপূর্বক সিদ্ধান্ত নিতে পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন শরীফ গাজীর পিতা মমিন গাজী।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur