চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া রামদাসদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল খান (৩৭) নামে এক ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। রোববার (২৭ মে) রোববার সকালে ওই গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল ওই বাড়ির ইদ্রিস খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, চাঁদপুর ওপাদার খাম থেকে নিহত ইকবাল খান তার বাড়িতে বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে পড়ে যায়। তিনি রোববার সকালে ওই তার বাঁশের খুটিতে উঠিয়ে দেয়ার জন্য ধইঞ্চা মাঠে গেলে সেখান থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, নিহত পরিবারের লোকজন বিষয়টি থানা পুলিশকে অবগত করার আগেই তারা জোর করে হাসপাতাল থেকে লাশ তাদের বাড়িতে নিয়ে যায়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur