চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট বাজারে বেপরোয়ার মোটর বাইকের ধাক্কায় শিশু নিহত হয়েছে।
রোববার (২৭ মে) সকাল ১১টার দিকে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেল সাথে ধাক্কা খেয়ে মোঃ হাবিব (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।
শিশুটিকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, সকাল ১১টার সময় শিশুটি রাস্তার একপাশ থেকে আরেকপাশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বদরপুর মুলাম বেপারি বাড়ীর মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে ইমান হোসেনের মোটর সাইলে সজোরে ধাক্কা খেলে শিশুটি মারাত্মক জখম হয়।
সাথে সাথে মোটর সাইকেল চালক ইমান হোসেনসহ শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোঃ হাবিব (৬) গত ১৫ দিন আগে নানার বাড়ি সাচনমেঘ মিজি বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল।
হাবিবের বাবা মোঃ সপন, মা পান্না বেগম, গ্রাম- ডয়মুরি, থানা- শরিসা বাড়ী, জেলা- জামালপুর। হাবিব সপন এবং পান্নার সংসারে একমাত্র সন্তান।
ঘটনার খরব পেয়ে ফরিদগঞ্জ থানা এস আই সাজুর নেতৃত্বে একদল পুলিশ হাবিবের সুরুতহাল রিপোর্ট ও লাশ জানাজা শেষে গ্রামের বাড়ি জামালপুরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
ঢাকা-মেট্টো-হ ৩৩-৫৯৩৪ নম্বর মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে হাবিবের মৃত্যুতে নানা মোঃ রফিক মিজি, নানি বেগম আক্তার শোকে পাগল প্রায়। হাবিবের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক- এবি সিদ্দিক