চাঁদপুরে কচুয়ায় কড়ইয়া গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার (০৪ ডিসেম্বর) এক ড্রেজার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কড়ইয়া গ্রামের অধিবাসী মো. আলমাছ গাজীর ছেলে মো. ইব্রাহীম গাজী কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪, এ- কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা আফরোজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০৪ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur