চাঁদপুরে শুক্রবার (২৫ মে) পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পরীক্ষা হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১ টায় সম্পন্ন হয়েছে। এতে ৪টি পদের লিখিত পরীক্ষায় প্রার্থী ছিলো ৭শ’ ৫৯ জন।
২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ২০১৮ সালে এ পরীক্ষা গ্রহণ করা হয়েছে বলে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত একজন কর্মকর্তা জানান ।
প্রাপ্ত পরিসংখ্যান মতে,পরিবার পরিকল্পনা সহকারী পদে ২শ’৭৪ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ১শ’১১ জন,পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী পদে ২শ ১১ জন ও আয়া পদে ১শ’৬৩ জন প্রার্থী অংশ নেয়।
তবে কতটি শূন্যপদে জনবল নিয়োগ হবে তা’ আপাতত জানা যায় নি ।
প্রতিবেদক : আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ এ এম, ২৫ মে ২০১৮, শুক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur