মঙ্গলবার (২৬ জুন) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৩৩ কেভি লাইন মেরামতজনিত কারণে চাঁদপুর শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৫ জুন) রাতে এ সংক্রান্ত বিষয়ে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে পৌরবাসীকে জানিয়ে দেয়া হয়।
এছাড়া চাঁদপুর বিদ্যুৎ বিভাগ থেকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডবিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur