আইপিএলের ১১ তম আসরে দারুণ ছন্দে আছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। এরই মধ্যে দুর্দান্ত পারফর্ম করে চলতি আসরে সকলের নজর কেড়েছেন টাইগার এই অলরাউন্ডার। এবারের টুর্নামেন্টে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে হায়দারাবাদ। আজ ফাইনালে উঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দল দু’টি।
প্লে-অফে হায়দারাবাদ ও চেন্নাই বাদে বাকি দু’টো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। হায়দ্রাবাদ প্লে-অফ নিশ্চিত করার পরই চেন্নাই শেষ চারে নিজেদের অবস্থান নিশ্চিত করে। দুই দলের সমান পয়েন্ট হলেও রানরেটের বিবেচনায় তালিকার শীর্ষে আছে হায়দ্রাবাদ। চেন্নাই আছে দুই নম্বরে।
অন্যদিকে, কলকাতা ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে রাজস্থান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur