চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের সামনে ড্রিংকিং ওয়াটার দেওয়ার সময় লোকমান মাল (৩৫) নামে এক শ্রমিকের ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।
রোববার (২০ মে) দুপুরে হকার্স মাকেটের সামনে ভূমি অফিস সংলগ্নে এ হামলার ঘটনা ঘটে। আহত লোকমান মাল কোড়ালিয়া এলাকার নুরুল ইসলাম মালের ছেলে।
আহত লোকমান মাল ও তার লোকজন জানায়, সে তাসনিম কোম্পানীর ড্রিংকিং ওয়াটার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সাপ্লাই দেন। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে সে হকার্স মার্কেট এবং তার আশে পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি দিতে গেলে তার ওপর এ অতর্কিত হামলা চালানো হয়।
তারা জানায়, আল মক্কা নামে আরেকটি ড্রিংকিং ওয়াটার কোম্পানীর ডিলার জামাল হোসেন বাবুর কথা মতো ওই কোম্পানীর ফারুক ও জাকির পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে লোকমান মালের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা লোকমানের মাথা ও শরীরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেন। তাদের হামলায় সে মাটিতে লুটিয়ে পড়লে প্রত্যক্ষদর্শীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
এ ব্যাপারে রোববার দিন রাতেই হামলাকরীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তারা জানায়।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur