পবিত্র রমজান মাসে কাশ্মীরে শান্তি বজায় রাখার পাশাপাশি যুদ্ধবিরতি পালনের আহবান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের জনগণ বিশেষত যুবকদের প্রতি এ আহবান জানান মোদি। শনিবার জম্মু-কাশ্মীর সফরে গিয়ে শ্রীনগরে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নরেন্দ্র মোদি বলেছেন, রমজান মাসে যুদ্ধবিরতির মধ্যে দিয়ে কাশ্মীরকে স্থিতিশীল ও প্রগতিশীল রাজ্য হিসেবে গঠনের সুযোগ রয়েছে। যারা ইসলামকে শোষণ করছে তাদের কাছেও আমার এ আহবান।
তিনি বলেন, যেসব যুবক বাইরের শক্তির দ্বারা প্রভাবিত হয়ে নিজের মাতৃভূমির ওপর হামলা চালাচ্ছে তাদের মূলস্রোতে ফিরে আসা উচিত। জম্মু-কাশ্মীরের স্থিতিশীলতা ও প্রগতিশীলতার পথে তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়া উচিত।
মোদি বলেন, শতাব্দীকাল একই ভারত মায়ের সন্তান হয়ে আছে জম্মু-কাশ্মীর। মায়ের দুধ কখনোই ভেদাভেদ করে না।
এদিকে, রমজানে শান্তিময় পরিবেশ বজায় রাখতে কাশ্মীরে বুধবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।