Saturday, April 11, 2015 12:56:27 AM
আশিক বিন রহিম :
চাঁদপুর শহরের পালবাজারের মাছবাজারে টাস্কফোর্স অভিযান চালিয়ে ইলিশ মাছ জব্দ ও ব্যবসায়ীদের অভয়াাশ্রম চলাকালে মাছ বিক্রি না করা জন্য নিষেধ করেন।
শুক্রবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ পালবাজারে বাজার করতে গিয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রির দৃশ্যটি দেখতে পান। পরে মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন, ইনচার্জ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা ইলিশ মাছগুলো সরিয়ে ফেলে। পরে একটি ককসেটের প্যাকেটে লুকানো অবস্থায় ৬টি বড় ইলিশ জব্ধ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ জানান, ‘নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বহন, বিক্রি ও ক্রয় সম্পূর্ণরপে নিষেধ রয়েছে। তাই এই সময়টায় জেলা ট্রাস্ক ফোর্সের অভিযান সববাজারে অব্যাহত থাকবে।’
চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur