চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান মজিব কাজী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের সময় হ্নদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু বরন করেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনরাহী রেখে গেছেন।
নিহতের বন্ধু ঢাকা দক্ষিণ সিটি করপেরেশন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আ. বাসিত খান বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিব কাজী বিকেলে বাসাবো বিশ্বরোড থেকে মতিঝিল যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, তার নামাজের জানাযা পরিবারের সাথে আলাপ আলোচনা করে জানানো হবে।
উল্লেখ্য মো. মজিবুর রহমান মজিব কাজী তরপুরচন্ডী ইউনিয়ন থেকে কয়েকবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এছাড়া তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক কাজে গরীব অসহায় মানুষের পাশে ছিলেন।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur