চাঁদপুর হাজীগঞ্জ বাজারে রামগঞ্জ-কচুয়া-চাঁদপুর-কুমিল্লা বিশ্বরোড এলাকায় বুধবার বিশেষ ‘ব্লক রেড’ চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্বরোড মোড়ে অভিযান চালায় পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিডিউল অনুযায়ী আজকে বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ও হাজীগঞ্জ সার্কেল আফজাল হোসেন এর নেতৃত্বে ওসি (তদন্ত) মো. আব্দুল মান্নান, ট্রাফিক ইনস্পেক্টর আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট রফিকুল ইসলাম রাকিব, এ এস আই নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, এ অভিযানে আটক করা হয় ৫টি লাইসেন্সবিহীন মোটর সাইকেল ও নিয়মিত মামলা দায়ের হয় ৭টি।এছাড়াও হেলমেটবিহীন ও ২ জনের অধিক মোটর সাইকেল আরোহীদের সতর্ক করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুন্সি মোহাম্মদ মনির।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২০ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur