রাজধানীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী আহত হয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এই সংঘর্ষ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবারসকাল ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ ও নৌ–পুলিশের দল কাজ করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী গ্রীন লাইন লঞ্চ এবং চাঁদপুর থেকে ছেড়ে আসা নিউ সাব্বির লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়। এতে গ্রীন লাইন লঞ্চের সামনের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এ দুর্ঘটনায় এক পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রীন লাইনের লঞ্চটিতে ৩১৮ জন যাত্রী ছিলেন। গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে চলে গেছেন। ঘটনার তদন্ত চলছে।