গ্রীষ্ম ও বর্ষাকাল ঝড়-বৃষ্টির মৌসুম। বৈশাখ মাসে কালবৈশাখী যখন-তখন আসে। এছাড়া ঘূর্ণিঝড়, ধূলিঝড় তো রয়েছেই। ঠিক এমন অবস্থায় যদি পড়েন, তাহলে কী করবেন? তাই বেশকিছু পদ্ধতি জেনে নিলে ভয় কাটিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
কী করবেন
১. নিরাপত্তার জন্য ইমারজেন্সি কিট হাতের কাছে রাখুন।
২. দরজা-জানালা বন্ধ রাখুন।
৩. ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না
৪. বাইরে কোনো আসবাব রাখা থাকলে নিরাপদ স্থানে আনুন।
৫. রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।
৬. বাচ্চারা এবং পোষ্য বাড়ির মধ্যে রয়েছে কিনা নজর রাখুন।
৭. ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে ঘুরতে না যাওয়াই ভালো।
৮. বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন।
৯. এ সময় বাথটব বা শাওয়ারে গোসল না করাই ভালো।
১০. টিনের চাল, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন।
১১. গাছের নিচে আশ্রয় নেবেন না।
১২. টেলিফোনের বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।
১৩. সুইমিং পুল, লেক, নৌকা থেকেও দূরে থাকা ভালো।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur