চাঁদপুরের হাজীগঞ্জে আজ শুক্রবার জুমার নামাজের সময় চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের মিঠানিয়া ব্রিজের সামনে পাথর বোঝাই ট্রাক ও বোগদাদ বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাসের ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় ও বাসের যাত্রীরা বলেন, পশ্চিম দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক বেপরোয়া গতি নিয়ে পাশ কাঠতে গিয়ে বোগদাদ বাসের সামনে ডান সাইড লেগে যায়।
ওই সময় বাসের গতিবেগ কম থাকায় ভিতরের অন্তত ৪০ জন যাত্রীর প্রান রক্ষা পায়। তার পরেও ড্রাইভারসহ ৯ যাত্রী আহত বেশী পাওয়ায় তাদের স্থানীয় মিডওয়ে ও উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
পরে খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস উদ্ধার করে যান চলাচলপথ স্বাভাবিক করে।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur