বিরূপ আবহাওয়ার কারণে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সোমবার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির।
তিনি জানান, বেলা ১১টা থেকে নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এটা সাময়িক। আবহাওয়ার গতিবিধি দেখে দ্রুত আবারও নৌযান চলাচল স্বাভাবিক করা হবে। এছাড়া পরবর্তী আবহাওয়ার পূর্বাভাস দেখে জানা যাবে আজ অন্য কোনো সময় নৌযান চলাচল বন্ধ রাখা হবে কিনা।
এর আগে রোববার (২৯ এপ্রিল) বিরুপ আবহাওয়া ও বৃষ্টির কারণে থেমে থেমে সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় নৌযান চলাচল করেছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছে নদী বন্দরের কর্মকর্তারা।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur