চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেছেন নৃত্যাঙ্গনকে সমৃদ্ধ করার জন্য আমরা সবাই মিলে এক সাথে কাজ করবো। চাঁদপুর শিল্প ও সংস্কৃতিতে ভরপুর একটি জেলা। এখানে সবাই মিলে একসাথে কাজ করলে শিল্প ও সংস্কৃতিতে আরো অনেক দুর এগিয়ে যাবে।
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য এড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ। পরে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur