চাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সাকাল ৯টায় শহরের ষ্ট্র্যান্ড রোড ৫নং ঘাট নদীর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, মোহাম্মদ আলী (৩০) ও মো. আল আমিন (২৯)।
জানা যায়, গোয়েন্দা পুলিশের এসআই মো. ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স দের সহায়তায় রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ষ্ট্যান্ড রোডের ৫নং ঘাট নদীরপাড়কান্দি এলাকায় অভিযান চালায়।
এসময় স্থানীয় বেগমের চৌচালা টিনের ঘর থেকে মোহাম্মদ আলী (৩০) ও মো. আল আমিন (২৯) নামে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এসময় তাদের থাকা ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur