আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি সাকিব আল হাসান, কেন উইলিয়ামসনদের সামনে।
পয়েন্ট টেবিলের সেরা তিন দলেরই সাত ম্যাচে পয়েন্ট সমান ১০। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদ দুইয়ে ও কিংস ইলেভেন পাঞ্জাব আছে তিনে।
আগের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়া চেন্নাইকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ হায়দরাবাদের সামনে। জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
হায়দরাবাদ তাদের শেষ দুটি ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে জয় পেয়েছে। ১১৮ রানের সম্বল নিয়ে মুম্বাইকে হারিয়েছে ৩১ রানে। সবশেষ ম্যাচে ১৩২ রানের পুঁজি নিয়ে পাঞ্জাবের বিপক্ষে জিতেছে ১৩ রানে। ১ উইকেটে ৫৫ থেকে ১১৯ রানেই অলআউট হয়ে যায় পাঞ্জাব।
হায়দরাবাদের বোলিং আক্রমণ শক্তিশালী করেছেন মূলত দুই স্পিনার সাকিব আল হাসান ও রশিদ খান জুটি। এই দুই স্পিনারকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন পেসার সিদ্ধার্থ কউল। হায়দরাবাদ যে স্বল্প পুঁজি নিয়েও শেষ দুটি ম্যাচ জিতেছে, সেটা এই তিন বোলারের নৈপুণ্যেই।
চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। তবে কাল দলের সঙ্গে জয়পুরে অনুশীলন করেছেন ‘ভুবি’। আজ তার খেলার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে বাদ পড়বেন সন্দ্বীপ শর্মা ও বাসিল থাম্বির যেকোনো একজন।
জয়পুরে এবারের আইপিএলে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে তিনটি। এই তিন ম্যাচে ২৯ উইকেটের ২০টি গিয়েছে পেসারদের দখলে। তবে স্পিনারদের ইকনোমি রেট ছিল বেশি ভালো। হায়দরাবাদের জন্য এটি ভালো খবরই বটে।