চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে মা সমাবেশ (অভিভাবক) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে বিদ্যালয় হল রুমে পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. রাজীব আহমেদ রাজুর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সহ-সম্পাদক মো. শাহজাহান শিশির।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শরীফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ গিয়াস উদ্দিন সরকার ও দশম শ্রেণির ছাত্রী হালিমা আক্তার।
সমাবেশে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হালিমা আক্তার অনুষ্ঠানের অতিথি উপজেলা চেয়ারম্যানের নিকট বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনার নির্মানের দাবী জানালে সহসাই একটি শহীদ মিনার করে দেয়ার আশ্বাস দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur