‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ এই চিরন্তন কথাটিকে আবারো বাস্তবে পরিনত করলেন আকিজ কর্পোরেশন লিঃ। কোম্পানির হাজীগঞ্জ টেরিটরি কচুয়া পয়েন্টে বিআর পদে কর্মরত সাবেক কর্মকর্তা নিহত মেহেদী হাসান আলমের পরিবারকে নগদ দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেলে কচুয়া দক্ষিণ বাজারে কোম্পানির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দূর্ঘনায় নিহত মেহেদী হাসান শাহ আলমের স্ত্রী মনি আক্তারের হাতে অনুদানের টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়া পৌর আওয়মীলীগের আহবায়ক ও আকিজ কর্পোরেশন লিঃ কচুয়া পয়েন্টের সাবেক পরিবেশক মোঃ আকতার হোসেন সোহেল ভূইয়া।
এ সময় এরিয়া ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, টেরিটরি অফিসার মোঃ আব্দুর রহিম, ষ্টোর কিপার পবিত্র সাহা, মনি বেগমের মা মনোয়ারা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের অধিবাসী আকিজ কর্পোরেশন লিঃ এর সাবেক কর্মকর্তা মেহেদী হাসান আলম ২০১৭ সালের ২১ ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালন কালে কচুয়া-রহিমানগর সড়কের নোয়াগাঁও এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী মনি আক্তার ও দুই অবুঝ শিশু পুত্র আব্দুল্লাহ আল মুজাহিদ (৩) ও আব্দুল্লাহ আল মামুন (১ মাস) বয়সী দুটি সন্তান রেখে যান।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur