২০১৫ এপ্রিল ০৮ ১৯:৫০:২৯
বগুড়া প্রতিনিধি :
জেলার ধুনটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ নায়েব আলীকে (৩৫) গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
নায়েব আলী গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান (পিপিএম) জানান, ১৩ মার্চ দুপুরে ধুনট উপজেলায় প্রতিবন্ধী ওই তরুণী (২৫) বাসায় একা ছিলেন। এই সুযোগে জালাল উদ্দিনের ছেলে নায়েব আলী তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করান। এ বিষয়ে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার প্রার্থী হলেও ২৬ দিনেও কোনো বিচার পাননি ওই তরুণী।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে ধুনট থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় পুলিশ মঙ্গলবার রাতে নায়েব আলীকে গ্রেফতার করে বুধবার কারাগারে পাঠায়।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur