বিয়ের সঙ্গে সোনার একটা সম্পর্ক রয়েছে। যদিও সেই সম্পর্কটা কনের সাথেই বেশি। সোনার গয়না ছাড়া বিয়েই অসম্পূর্ণ। তবে পাকিস্তানের এক বর তার বিয়ের রিসেপশনে সোনার পোশাক পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
লাহোরের ব্যবসায়ী সালমান শাহিদ তার ‘ওয়ালিমা’ (রিসেপশন)-তে সোনার স্যুট পরে এলেন। সঙ্গে সোনার টাই এবং আসল সোনা দিয়ে তৈরি করা বুট জুতো। অনুষ্ঠানে বউয়ের চেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬৩ হাজার পাকিস্তানি মূল্যের সোনার স্যুট পরেছিলেন বর। সেই স্যুটে ক্রিস্টাল এবং অন্য দামি পাথর দিয়ে এমব্রয়েড করা।
পাশাপাশি ৩২০ গ্রাম আসল সোনা দিয়ে তৈরি জুতো, যার মূল্য ১৭ লাখ টাকা। জুতো এবং পোশাক মিলিয়ে মোট ২৫ লাখ টাকা। সালমানকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে, এত দামি পোশাক পরার কারণ কী?
উত্তরে সালমান বলেন, ‘আমি সবসময় সোনার জুতো পরতে চেয়েছি। সাধারণত অন্য সবাই গলায় সোনার চেন অথবা সোনার মুকুট পরেন। কিন্তু আমি সবাইকে এটা বলতে চাই- ধন-সম্পত্তি মানুষের পায়ের ময়লা এবং সেটা পায়েই থাকা উচিত।
এরই মধ্যে বরের এই সোনার পোশাক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। ভাইরালের সঙ্গে সালমানকে ট্রলও করেছে অনেকে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur