রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে কক্সবাজার গেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে।
বুধবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।
রোহিঙ্গাদের দুর্দশা দেখতে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো মন্ত্রী মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকায় আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের মন্ত্রী বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবেন। গতবছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি।
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এলেও ঢাকায় সফর সীমাবদ্ধ ছিল।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল দশটায় ঢাকায় ফিরবেন মিয়ানমারের মন্ত্রী। রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক দু’টি বৈঠক করবেন। এদিন দিবাগত রাত সোয়া একটার দিকে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur