চাঁদপুরে নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করলেন ডা. মোঃ সাঈদুজ্জামান। তিনি গত ২৯ মার্চ নতুন সিভিল সার্জন হিসেবে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে তার কর্মস্থলে যোগদান করেন।
এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক হিসেবে ৭ মাস ধরে দায়িত্ব পালন করেন।
ডাঃ মোঃ সাইদুজ্জামান ফিরোজপুর জেলার কাউখালী উপজেলার দক্ষিন বাজার গ্রামে ১৯৬৪ সালের ৭ আগস্ট জন্মগ্রহন করেন।
পিতা এম এ জামান, মাতা মৃত সাদিয়া জামান। তিনি ১৯৯০ সালে এম বিবি এস পাশ করেন এবং ১৯৯৫ সালের ১৫ নভেম্বর স্বস্থ্য বিভাগে চাকরিতে প্রবেশ করেন। এরপর থেকেই দেশের স্বাস্থ্যবিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
সর্বশেষ তিনি গত ৭ মাস ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর গত ২৯ মার্চ চাঁদপুর সিভিল সার্জন হিসেবে বদলী করা হয়।
বর্তমানে তিনি চাঁদপুর সিভিল সার্জন হিসেবে তাঁর কর্মস্থলে ১২ দিন অতিবাহিত করেছেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur