বরিশাল শহরের আমানতগঞ্জ এলাকায় ঝড়ো হাওয়ার মধ্যে আকস্মিক বজ্রপাতে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। এতে ওই খেজুর গাছটি পুড়ে যায়।
শহরের উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া এলাকার শেখ বাড়ির সম্মুখে খেজুর গাছটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা এদিক-সেদিক ছোটাছুটি করতে শুরু করে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী খেজুর গাছটির উপরিভাগ পুড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে গাছটির মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে।
স্থানীয়রা জানায়, হঠাৎ ওই খেজুর গাছটিতে বজ্রপাতে আগুন ধরে যায়। শেষ পর্যন্ত সম্পূর্ণ পুড়ে যায় গাছটি। এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur