চাঁদপুরে ২ দিনব্যাপি শিশু মেলা উপলক্ষে প্রস্ততি সভা বুধবার (৪ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেন ,‘আগামী ৯ থেকে ১০ এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামের প্রধান ফটক প্রাঙ্গণে ২ দিনব্যাপি শিশু মেলা অনুষ্ঠিত হবে।’
সোমবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালি ইলিশ চত্ত¡র হয়ে স্টেডিয়ামের প্রধান গেইট গিয়ে শেষ হবে। পরে ১০ টায় স্টেডিয়ামের প্যাভিলিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেলাকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। শিশুরা দেশ ও জাতির সম্পদ । তাই সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন ,‘জেলা শিক্ষা কর্মকর্তা ইউনূস ফারুকী ,ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন,চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের আরএমও ডা.এএইচএম সুজা-উদ্দৌলা,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউচার আহমেদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। জেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো.বেলায়েত হোসেন বলেন ,‘ জেলা প্রশাসনের সহযোগিতা ও জেলা তথ্য অফিসের আয়োজনের এবারের মেলা অনুষ্ঠিত হবে। মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডা.দীপু মনি এমপি। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন বিভাগের ১৬টি স্টল থাকবে।
প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট, বাংলাদেশ সময় ৮: ২০ পিএম, ৪ এপ্রিল ২০১৮,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur