আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আগামী ৭ এপ্রিল।মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর মাতাবেন বাংলাদেশেরকাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে দলে পেয়ে বেশ রোমাঞ্চিত দলটি। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তারকা। আর তার দলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে ‘ভালো খবর’ নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সে করা ভিডিওতে মোস্তাফিজ মুম্বাই শিবিরে যোগ দেয়ার অনুভূতি প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বাংলা-ইংলিশ মিলিয়ে বলেন,‘ফার্স্ট ইয়ার, নিউ টিম।অনেক ভালো লাগছে। আশা রাখি আমার এই ভালো লাগাটা সামনে আরও অনেক এগিয়ে নিতে পারবো।’
আইপিএলের অভিষেক পর থেকে টানা দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন তিনি।এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই নিজেদের দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে
https://www.facebook.com/mumbaiindians/videos/10156131287810429/?t=33
নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময় ২:০৫ পি.এম, ০৩ এপ্রিল ২০১৮
কে এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur