Home / বিশেষ সংবাদ / দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ ৭৫ বছর পর সাগরে ভাসছে
Sagore bashche

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজ ৭৫ বছর পর সাগরে ভাসছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি যাত্রীবাহী ব্রিটিশ জাহাজ ৭৫ বছর পর আবারও সাগরের ওপর ভাসিয়েছে শ্রীলঙ্কা।

এসএস সাগাইং নামের জাহাজটি ১৯৪২ সালে জাপানি বোমার আঘাতে ডুবে গিয়েছিল। জাহাজটির বেশিরভাগ যাত্রী এবং মালপত্র উদ্ধার করা সম্ভব হলেও জাহাজটিকে সে সময় বাঁচানো যায়নি। এতদিন ধরে শ্রীলঙ্কা উপকূলে ত্রিঙ্কোমালি খাঁড়িতে প্রায় ৩৫ ফুট বা ১১ মিটার পানির নিচে ডুবে ছিল এসএস সাগাইং।

অবশেষে কয়েক মাসের মেরামতি কাজের পর শ্রীলঙ্কার নৌবাহিনীর ইস্টার্ন ন্যাভাল কমান্ড ইউনিটের চেষ্টায় শনিবার পানিতে ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই জাহাজ।

শনিবারই এক বিবৃতিতে নৌবাহিনী জানায়, জাহাজটিকে ভাসিয়ে তুলতে ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর ৪৫২ ফুট লম্বা জাহাজটির মূল কাঠামো দৃঢ় করার কাজ শুরু হয়।

পানি বের করে ফেলার আগে জাহাজটির ভাসমানতা ফিরিয়ে আনতে আবার পরবর্তীতে জাহাজের আরেকটি অংশ তৈরি করা হয়। তৈরি অংশটি ডুবুরিদের একটি দল মূল অংশের সাথে জোড়া দিতে সাহায্য করে। এরপর সাগাইংকে পানির ওপর ভাসিয়ে তোলা হয়।

এর আগ পর্যন্ত ডুবে যাওয়া বিধ্বস্ত জাহাজটি ওই খাঁড়িতে নৌবাহিনীর জাহাজের জন্য জেটি হিসেবে ব্যবহৃত হতো।

নিউজ ডেস্ক