চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৬ মার্চ সোমবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসকের সহধর্মিণী তুহিন পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৈৗধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপ্রা দাসের পরিচালনায় উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন সুলতানা, সহ- সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা খাতুন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur