মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের পরিদর্শনের জন্যে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ (বানৌজা) ‘পদ্মা’ এখন চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবস্থান করছে।
সোমবার (২৬ মার্চ) মহান স্বধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট (পুরাতন) ডাকাতিয়া নদীতে সর্বসাধারণের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এর আগে রোববার (২৫ মার্চ) বিকেলে জাহাজটি খুলনা নৌ-অঞ্চল থেকে চাঁদপুরে এসে পৌঁছায়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাজ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বসাধারাণের মাঝে স্বাধীনতা যুদ্ধে নৌ-বাহিনীর ভূমিকা ও তাৎপর্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম পদ্মা ও পলাশ নামে দু’টি যুদ্ধ জাহাজ সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করে। বর্তমানে ‘পদ্মা’ জাহাজটি বাংলাদেশ খুলনা শিপইয়ার্ড লিঃ কর্তৃক তৈরীকৃত আধুনিক পেট্টোল ক্রাফ্ট। এটি ৬টি আধুনিক বিমান বিধ্বংসি কামান বহন করে আছে।
জাহাজটি পরিদর্শনকালে সর্বসাধারণকে কোনরূপ হাতব্যাগ, মোবাইল, ক্যামেরা বহন না করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur