মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক চিঠিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান তিনি। রবিবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠিগুলো দেওয়া হয়েছে গণমাধ্যমে।
প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রোহিঙ্গা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘নিরাপত্তার জন্য বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংকট মোকাবিলায় আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই নারী-পুরুষ ও শিশুদের পাশে দাঁড়ানো ও তাদের সহায়তার জন্য আপনাকে সাধুবাদ জানাই।’
একই প্রসঙ্গে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সহিংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় আপনাকে ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশিদের সহানুভূতিশীল মানসিকতাকে যুক্তরাষ্ট্র সম্মান জানাচ্ছে।’
মো. আবদুল হামিদের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প আরও বলেছেন, ‘২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে আমেরিকার জনগণকে নিয়ে আমিও শামিল হবো। বাংলাদেশের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির প্রশংসা করি আমরা।
একইসঙ্গে গণতন্ত্র, উন্নয়ন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের অংশীদারিত্বকে জোরদার করতে চাই। আমাদের আন্তরিকতা উভয় দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।’
দুটি চিঠিতেই সবশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে বাংলাদেশের সবার প্রতি রইলো আমার শুভকামনা।’
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৫০ এ .এম ২৬মার্চ,২০১৮সোমবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur