চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার এলাকায় পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৫মার্চ) দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো : ঈদগাঁ বাজার এলাকার গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেন গাজীর মেয়ে মরিয়ম আক্তার (০৫), স্বপন ঢালীর মেয়ে শ্রাবন্তি আক্তার (০৫) এবং বাকের গাজীর মেয়ে বাকিয়া আক্তার (০৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘনা নদীর তীরে তারা প্রতিদিনের ন্যায় গোসল করতে যায়। এক পর্যায়ে পাশেই ড্রেজিংয়ে বালি কাটায় তৈরি হওয়া গর্তে পড়ে যায় এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ নদীর তীরে ড্রেজার দিয়ে মাটি কাটায় বিশাল আকারের গর্ত সৃষ্টি হয়েছে। সে গর্তে পড়েই তিন শিশুর করুণ মৃত্যু হলো। একই সাথে তিন শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাশেম ঢালী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে তিনজন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ দাফনের প্রক্রিয়া চলছে’।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur