দেশে আইনের শাসন বলতে কিছু নেই। তাই মুক্তি পাচ্ছেন না বলে আইনজীবীদের জানিয়েছেন খালেদা জিয়া।
রোববার (২৫ মার্চ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন, তার মনোবল দৃঢ় আছে।
এর আগে বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
নিউজ ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur