Home / জাতীয় / রাজনীতি / নজরুল ইন, ফখরুল আউট!
নজরুল ইন, ফখরুল আউট!

নজরুল ইন, ফখরুল আউট!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়ক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে শরিক দলগুলোর এই সিদ্ধান্ত নেয়। জোটের শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এ তথ্য জানান।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশি ব্যস্ত থাকেন, এ কারণেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ২০ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘নজরুল ইসলাম খানকে বিএনপিজোটের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তিসঙ্গতকারণে হাজির না থাকলে নজরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করবেন।’

জোটের একটি সূত্র জানায়, বৈঠকে মির্জা ফখরুল বলেন, ‘আমি অনেক ব্যস্ত থাকি। আপনাদের সময় দিতে পারি না। এখন থেকে জোটের সমন্বয় করবেন নজরুল ইসলাম খান।’

-বাংলা ট্রিবিউন

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ এ .এম ২৪মার্চ,২০১৮রোববার
এ.এস