Home / জাতীয় / রাজনীতি / ‘সংসদ থেকেই নির্বাচনী সরকার চাই’
'সংসদ থেকেই নির্বাচনী সরকার চাই'
ফাইল ছবি

‘সংসদ থেকেই নির্বাচনী সরকার চাই’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জনগণ সুষ্ঠু নির্বাচন চায়। আমরা চাই দেশবাসী তার ভোট দিতে পারুক। দেশে এখন কোনো নির্বাচন হয় না, তবে এবার সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ইসিকে নির্বাচনকালীন রূপরেখা দিয়েছি। সংসদে যাঁরা আছেন তাঁদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে।’

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। ঘোষিত এই মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে জাতীয় পার্টি ও শরিক বিভিন্ন দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল ১০টার আগেই উদ্যান পূর্ণ হয়ে যায়। সমাবেশের কারণে সকাল ৮টার পর থেকে শাহবাগ, পল্টন, সদরঘাট, ফার্মগেট, মতিঝিল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগের শিকার হয়।

সমাবেশে এরশাদ বলেন, ‘আমরা আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করব। আমরা প্রস্তুত। দেশ প্রস্তুত। ২৫-৩০ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। দুই দল ক্ষমতায় ছিল। তারা জনগণকে কী দিয়েছে? অন্যায়-অবিচার। নারীদের লাঞ্ছনা, বেকারত্ব। জনগণকে তারা কিছু দিতে পারে নাই। শুধু লম্বা লম্বা কথা।’ বক্তব্যের একপর্যায়ে এরশাদ বলেন, ‘বয়স হয়েছে তবে, মাথা ঠিক আছে।’

এরশাদ বলেন, ‘উন্নয়নশীল দেশ হওয়ায় অনেক চাকচিক্য। অনেক লাইট। অনেক বাজি পোড়ানো হলো। ঢাকার বাইরে গিয়ে দেখুন, দেশের মানুষের কী অবস্থা। তখন বুঝবেন, কতটুকু উন্নতি করেছেন, উন্নয়নশীল দেশ হয়েছে। খবরের কাগজ খুললেই খুন, ধর্ষণ, শিশু হত্যা। কোথাও শান্তি নেই। আমরা ক্ষমতায় আসলে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে মানুষকে শান্তি দেব।’ তিনি বলেন, ‘এত বড় জনসমুদ্র আর কখনো দেখিনি। সব রাস্তা বন্ধ। মানুষ চলতে পারছে না। এ মধ্য দিয়ে প্রমাণ করেছে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করেছে।’

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বক্তব্যের শুরুতেই স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদকে স্মরণ করেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টির আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। জাতীয় পার্টির শাসনামলে দেশে দলীয়করণ, চাঁদাবাজি ছিল না। মানুষ আবার এরশাদের শাসনামলে ফিরতে চায়।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, এরশাদের নেতৃত্বে গোটা জাতীয় পার্টি আজ ঐক্যবদ্ধ।’ পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মানুষ আজ পরিবর্তন চাচ্ছে।

রওশনের হাত ধরে শপথ : রওশন এরশাদ বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে এরশাদকে কাছে আসার আহ্বান জানান। এরশাদ এসে তাঁর হাত ধরে শপথ নেওয়ার ভঙ্গিতে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম।’

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয় বর্ণিল করে। এরশাদ ও রওশনের বিশাল আকৃতির ছবি শোভা পায় উদ্যানজুড়ে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ২০ এ .এম ২৪মার্চ,২০১৮রোববার
এ.এস